আকাশের বুকপিঠে তারা দেখে আহা জোৎস্না
আমি দেখি খসখসে পাথরের জ্বলা ল্যাম্প,
সমুদ্রের ঢেউস্রোত তারাই দেখে আনন্দ
আমি দেখি জলে জলে মারপিটে হলো জ্যাম।


বাগানের ভরপেটে কেউ দেখে ফুটে ফুল
আমি দেখি বেলুনের ফুলে ওঠে পেটমোটা,
লেকচারে উপস্থিত তারা ভাবছে গুরুত্ব
আমি ভাবি চিল্লাচিল্লি স্বার্থ নিয়ে পিছু ছোটা।


পাহাড়ের বুক চিরে তারা দেখে ঝরে ঝর্না
আমি দেখি পাহাড়ের গোপন চোখের জল,