আমাদের দেশ হবে ধর্ম নিরপেক্ষ দেশ
থাকবে এক সুতোয় সংঘ মোরা শক্তিশালী,
চেতনায় উজ্জ্বীবিত মুক্তির সূর্য উদয়ে
যার যার ধর্মে থেকে, ধরি প্রার্থনার র্যালি।


আমাদের দেশ হবে বিবাদ হীন স্বদেশ
ঝগড়া দ্বেষ ঘটনা ঠুলাঠুলি গন্ধ নেই,
লোভ হিংসার বিদ্বেষী কেউ নেই কেউ নেই
একসাথে হাতে হাতে পথ চলা শুরু দেই।


আমাদের দেশ হবে কর্মের কঠোর নিষ্ঠা
কর্ম উপযোগি হলে আর কেউ ঘরে নেই,
পরকে ধাক্কিয়ে ঊর্ধ্ব ওঠা নেই ‌‌‌নেই দেশে
দুঃখের সংবাদ কহা কোথায়ও ছাপা নেই।।


দুঃখ নেই কষ্ট নেই বেদনার নীল নেই
নেই কোন কান্না মুখে অনিয়ম নেই কোথা,
আমরা পেয়েছি মুক্তি তিরিশ লক্ষ শহীদে
মুক্ত হয়েছে শত্রুতা মুছে গেছে পাক প্রথা।


দুর্নীতি নামে শব্দটা দেশটায় বেমানান
আমরা কখনো আর দেশে শুনতে চাই না
শহীদের রক্ত দাগ এখনো শুকায় নায়
দেশ প্রেমিক বাঙালী আর দূর্নীতি করে না।


বিবাদ হটিয়ে সেই উনিশ একাত্তরের
পাই লাল সবুজের এই বিজয় পতাকা,
জীবনের মূল্য বুঝো তবে তোমাদের ভুলবো না
শহীদের রক্ত দিয়ে এই স্বাধীনতা আঁকা।


ধর্ম যার যার তবে পরিচয়ে মোরা দেশী
ধর্ম একান্ত নিজের নিজ ইবাদত জুড়ে,
পরিচয় মোরা দেশী বাঙালি জাতির মুখ
ছিন্ন করে কে আর যে খুঁজে দেখো ভবঘুরে।