এই দেশে জন্ম মাগো তোমায় ভালবাসি
নিজের দেশের স্নেহ নিয়ে ভিন্ন জাত নেয় সুরে!
মাগো তোমার ছেলে তোমায় তো চেনে না
তোমার ছেলের হাতে কেনো পর পতাকা উড়ে।।


তিরিশ লক্ষ মানুষের কি একটু ও দাম নেই
মাগো তোমার সকল সন্তান গুলো মেরে গেছে
মায়ে জানে সন্তান হারা বেদনার কি দায়
ওরা কোনো মায়ের সন্তান না গো বাংলাদেশে।


আকাশ চেনে মেঘের কোলে সূর্য হাসে ভোরে
ঠিকমতো ঐ ফুল ফোটে যায় গাছে গাছে তার
তোমার মাটির স্বাদ খেয়ে ঐ ফসল দিচ্ছে ঘরে
তোমার সন্তান তোমার খেয়ে চেনে না কেন আর।


দেশের মাঠে হচ্ছে খেলা জয় পরাজয় নিয়ে
আমরা হয়তো গুছিয়ে আজো উঠতে পারি নাই
শক্ত হয়ে সোজা হয়ে দাঁড়িয়ে যাবো বলে
ঠেকাতে আর পারবে না ঐ পর শক্তি ভাই


বাংলা দেশের সন্তান হয়ে পর পতাকা হাতে
তোমার মত মানুষ যেন বঙ্গে না জন্মায় ঐ
এক মুঠো ভাত খেয়ে সন্তান যুদ্ধে গেছে ৭১ এ
সেখান থেকে মায়ের সন্তান ঘরে ফিরে নাই।


নদী চেনে বাতাস চেনে চিনে বনের ফুল
তোমার সন্তান তোমার খেয়ে পরের গুণটি গায়
তোমার সন্তান তোমার বুকে লাথি মারতে চায়
মাগো তোমার সন্তান তোমার চেনে না হায়!