ব্যর্থতাকে ডেকে রাখো লোকচক্ষুর আড়ালে
অনন্তরে চেপে রাখা কখনো সম্ভব  নয়,
নিজেকে আড়াল করো পশুদের আবিষ্কারে
মানুষের নাই ব্যর্থ আসে জয়স্রোত জয়।


ব্যর্থতাকে কেটে উঠো সহজীয় করো পন্থা
ধ্বংস স্তূপে বেরিয়ে সচেতন সর্ব দিকে
সূর্যোদয় ভালোভাবে তাই করে উপভোগ
সচেতন করে তোলে আগামী‌র বিবেককে।


ঝড়েকে পেয়েছে ভয় ঝড়তো মিথ্যাও হয়
ঝর নয় ভিতু ময়, আড়মোড়া লহকায়ে,
দুর্বল করে ফেলবো শক্তিধর নাবিকের
মনোবল চাঙ্গা করো লড়াও মাথা উঁচিয়ে।