কারো হয়ে যাও না হবার আগে
নশ্বর এই পৃথিবীর বুক চিরে,
কে যে-আসল কে-যে নকল
বুঝা বড় দায় চেনা অচেনার ভিরে।


হয়তো নকলে ডুবতে ডুবতে
আসল মানুষ কে হারিয়ে ফেলি?
যে হারিয়ে গেছে তার সন্ধানে
প্রতিটি ঊষায় দুই চোখ মেলি।


যদি চলে যায় তাকে রাখা দায়!
কোন বাঁধনেই আটকানো নাকো যায়?
যে বা যেতে চায় তাকে যেতে দাও
চলে যায় যাক, কেনো চলো পায় পায়।


নকল মানুষ আবদার নিয়ে
উদ্দেশ্য শেষে নয় আর চিনে?
কতজন সেই চাপিয়ে বেদনা
কেঁদেছে আড়ালে যে তার বিহনে।


হয়তো নকলে ডুবতে ডুবতে
আসল নকল চিনতে পারি না আর?
আসল কে বলি নকলের অভিভূত
নকল দিয়েই করি আসল বিচার।