মায়ের ভাষা বলতে গেলে কে না পায় আর আস্তা
এই ভাষা কে রাষ্ট্র জুড়ে করবে কে আর খাস্তা।
কলম ছাড়া খাতা ছাড়া  স্কুলে যাওয়া ছাড়া,
শিখছে মায়ের মুখের থেকে কাইরা নিবে কারা।
এই মমতা হৃদয় জেগে উঠে ছিলো বুকে,
শোনছে যখন অন্য ভাষা চাপিয়ে দিবে মুখে।


এমন খবর বঙ্গ গোষ্ঠীর  শোনে কানাকানি,
ছাত্র গুষ্টি সোচ্চার হচ্ছে হলো জানাজানি।
কার্পু জারি ভঙ্গ ঢাবির ছাত্রে নামায় র্যালি,
নিষ্ঠুর হয়ে পাষণ্ডরা চালায় দেহে গুলি।
জীবন গেলো শহীদ হলো রক্তে গেলো ভেসে
পারেনি আর চাপিয়ে দিতে মুখে অবশেষে।


ফেব্রুয়ারির একুশ তারিখ শহীদ মিনার থেকে,
হাজার ফুলের শ্রদ্ধা জানাই হাজার ফুলকে রেখে।
মায়ের ভাষা রক্ষা করতে দিলো যারা প্রাণ,
বেজে ওঠে আমার ভায়ের রক্তে রাঙা গান।