সবুজ গ্রামের ঢাল প্রকৃতির ঢেউ উৎফুল্ল শরীরে
চোখের সীমা ছাড়িয়ে প্রসস্থ বুকের দেখায় বাংলার,
আপন শক্তিতে উঠে শিল্পের নকশী এখানে ওখানে
স্নেহের বাঁধন খুলে দেখেছি যখন টানে বার বার।


রোদেলা দুপুরে মেঘ বৃষ্টির চমক বর্ষার দুয়ারে
শাপলা ফোটা পুকুরে পাতি হাঁস নেমে সাঁতরিয়ে ভাসে
বকের সারি যখন ঝাঁক বেঁধে যায় মাঝের আকাশে
হৃদয়ে আমার সেই ছোঁয়া দিয়ে যায় চোখের পরশে ।


বৈশাখী মাসের কাছে সবুজ ধানের সবুজ সীমানা
আমাকে নিয়ে গিয়েছে বাতাসের কোলে পাতার নাচন।
দগ্ধ সূর্যের তান্ডবে মাটির শরীর থরথর করে
হঠাৎ বৃষ্টির সাথে সব দুঃখ মুছে স্বস্তির ব্যাপন।


পাখির মুখের ডাক বাগান থেকেই শ্রবণ জাগায়,
কোমল বাতাস এসে চুপিসারে বলে হয়েছি হাজির
হেমন্ত দিন পেরিয়ে ফসলের মাঠ বর্ণিল উৎসবে
দেখার ইচ্ছা জাগায় ভালোবাসি এই বাংলার নজির।