যেই ভাষাতে পড়িলিখি প্রাণের কথা কই!
সেইতো আমার বাংলাদেশের বাংলা ভাষা
আমার বর্ণ আমার মালা লিখে পড়ে যাই
জীবন যাত্রায় সর্ব ক্ষেত্রে মেটায় আশা।


কৃষক মজুর কুমার চাষা সারা বেলা বলে,
কবি লেখক জ্ঞানী গুনির মুখের হিতাকর,
বই মেলাতে যতটা বই প্রকাশ হয়ে থাকে
আমার মায়ের রক্ত ঝরা বাংলারই অক্ষর।


এই লেখাটি পড়ছ তুমি যাহা পড় এখন
এটাই আমার মায়ের ভাষা চাইছিল পতন
এই ভাষাটি নিজের করতে ছাত্র হলে খুন
এই ভাষাটি কত মধুর কত মধুর মন


যে ভাষাতে ডাক্তার পড়ে জীব বিদ্যা
যে ভাষাতে বৈজ্ঞানীরা করে গবেষণা,
সেতো আমার বাংলায় লেখা সহজ বর্ণনা
সেতো আমার ব্যবসা শিক্ষার মন্ত্র পেষণা।


সালাম রফিক জব্বার বরকত ভাইর
নাম হুনছো নি ভাষার লাগি প্রাণ রাখেনি,
এই যে মায়ের মুখর আদর বুঝছে তারা
ছিনিয়ে আনছে পরজাতিতে হার মানেনি।


আমার তোমার মায়ের মুখের বাংলা ভাষা
দেশ বিদেশে ছড়িয়ে গেছে বাঙালির বাংলা ভাষা
বাংলাদেশের বাংলা ভাষা দেশের ভাষা
আমার তোমার সকল তরে বলার মাতৃভাষা।