নিজের স্বার্থ সবার আগে বাঙালি তার গোনে,
নিজ-উন্নতি বড় যে গুণ সকল জনে জনে।
নিজের স্বার্থ উদ্ধার হলে আর চিনে না কেউ,
মানুষ কান্নার শব্দ শুনলে কয় কুত্তার ঘেউ ঘে্‌উ।


ওই বাঙালি উপর তলায় একবার যদি উঠে,
নিজকে একা মানুষ ভাবে বাকিরা পায় লোটে।
কিছু দিনের আগে যে জন ছিল সবার মিতা,
এখন নাকি একাই মানুষ বাকিরা সব তিতা।


পর উপকার নাই যে স্বীকার আছে শুধু ক্ষতি,
বিপদ এলে কাছে আসে পরে মন্থর গতি।
নিজ স্বার্থের নিজ উন্নতি থাকুক চেষ্টার মন
চলুক সবার এগিয়ে যাওয়া বুকে সর্বক্ষণ।


উপর তলায় উঠে গেলে নীচে মারে লাথি,
সবাই যেন পিঁপড়ার মত নিজে বড় হাতি।
হায় বাঙালি হায়রে মানুষ তোদের মন্দ গুণ,
জাতির জনক মুক্তি দিলো তাকে করলি খুন।


বাঙালি দের আজব কান্ড বাঁচলে নেয় না খোঁজ,
মরে গেলে সুনাম ছড়ায় দোরে দোরে  রোজ।
বেঁচে থাকতে না খেয়ে রয় দেয় না মুঠো ভাত,
মইরা গেলে মিলাদ পড়ায় লক্ষ টাকার হাত।


নিজের দোষটা  ঢেকে দিয়ে পরের দোষটা খোঁজে,
পরের নিয়ে ঠাট্রা করে নিজের ভালো বোঝে।
নিজের স্বার্থ কায়েম করতে জানে রঙ্গ নাটক
যায়না বুঝা সত্য মিথ্যা জেতা নাকি ঠক।