পৃথিবীর সব আলাে নাহি জ্বলে যদি ,
যদি প্রিয় জন থাকে আশে পাশে ঘিরে,
মনে হয় পৃথিবীর আলাে টুক জ্বলে,
পৃথিবীর সব আলাে পৃথিবীর কাছে
সবটুকু আলাে ভেসে উজ্জ্বল্যে বর্ণিলে,
সবটুকু মনে হয় নিস্তব্ধ ছায়ায়,
পৃথিবীর কোনা আলাে অর্থহীন মন।


হাজার চেনা মানুষ যেমনি রয়েছে,
তেমনি হাজার ত্যাক্ত রয়েছে ভিতর
পৃথিবীর সব কিছু শুণ্যতায় থাকে,
হয়তো দেখা যায়নি বা বলা যায়নি।


গৃহস্থালিতে বসেছি প্রিয় ভালো আছে,
তার মতো করে খুব আছে ভালো আছে।
আমিও অনেক ভালো, আছি হয় আছি।
সবটুকু ভালো থাকে আমার ভেতর
পৃথিবীর প্রিয়জন আমার ভিতর
পৃথিবীর সবটুকু নিজের মতোন
পৃথীবির সবটুকু আলোর ঘেরাও।


প্রিয়জন হারা ত্যাক্ত বিষাদের পথ
সবকিছু মরুভূমি শুষ্ক বালুচর
প্রিয়জন পৃথিবীর সবটুকু ভর।


পৃথিবীর সবটুকু রঙ থাকে কাছে
সবটুকু মুছে যায় বিষাদের ঘাম।
স্বপ্ন দেখে মন তার স্বপ্ন দেখে মন
পৃথিবীর সবটুকু আলো ঘিরে থাকে।


রঙ থাকে দেহে মঠ নীলাঞ্জনে
রঙ থাকো চৌহাট্রার ঐ পথের মোরে
অলিগলির নিকটে রাস্তার গুঞ্জনে।
পৃথিবীর সব প্রিয় ঐ মানুষ গুলি
একসাথে কাছাকাছি যদি থাকে কাছে
পৃথিবীর সবটুকু নিজের মতোন।


পৃথিবীর সবটুকু আলো থাকে পাশে
পৃথিবীর সবটুকু দুঃখ গুলা মিছে


পৃথিবীর সবটুকু -আলো জ্বলে উঠে
পৃথিবীটাকে পৃথিবী- তাই মনে হয়।
সকলের মধ্য সব- জনা ভুলে গেলে
একজন সবচেয়ে পাশে বসে জুড়ে
পৃথিবীর সবটুকু পাশে জুড়ে আলো।