নিমপাতা তেতো হেই কথা সবে
লোক বেবাকই জানে
জাত বেঁধে তাই বৃক্ষ গোড়ার
লইতেছে টেনেটেনে।


কলা গাছে নাহি ফসল ভরাট
কলাগাছ তুই জাতির খোরাক
তাই বলেই কি জাতের খুটায়
ঘেন্না ভরছি জাতছি ফারাক।


পাখি নাকি তাই ডাকতে জানেনা
সকল পাখিরে করেছি ঘেন্না
কাক খেল বাছি পাখিদের কুলে
জাত গেল পচে সে প্রতিপন্না।


ফুল গাছে নাই মধুর পরাগ
চলছে ফুলের গুজব বিরাগ ,
তাই বলেই কি ফুলের জাতের
ছাই ছুরেছি ও অন্ধ স্বভাব।


মানুষ জাতের নকশা চিত্রে
পরিপূরকের মিলায় মিত্রে
তাই বলে হয় কথায় কথায়
পুরুষ জাতির খালি ধমকায়।


নারী দিবসের পুরুষ লিখেছ
ওগো আমারই প্রিয় রমনীর
পুরুষ দিবসে নারী কেন করে
মুখ ছিটকিনি সব পুরুষের।


কিছু কিছু নারী লিখেছে দেখেছি,
আমার প্রাণের ঘর আশ্রয়,
এক নারী নয় এক পুরুষ কি
সব পুরুষের ঘেন্না করায়।


আমিও বলেছি সেই নারী কভু
যদি হয় নারী নহে সুন্দরী।


ফুল সুন্দর রম্য চমক সুন্দর যতো
জগতের ধরা,
সকলের তরে বাঁধনের জোড়া
বিষাদের কালি
এই বসুধারা।।