বিশ্বাসী উঠুনে হলো প্রেমের বৈঠক,
আমার কথা ছিলো না তার দেয়া কথা,
রাখতে রাখতে দেখি সব মিছে কথা।
রেখে শেষটা দেখেছি আমারই ঠক।


চাইনি উঠুন বসি বসে গল্প করি
কারো মুখাপেক্ষী সিটে এই ট্রেনে উঠি
চাইনি অবেলা কারো পিছু পিছু ছুটি
তার বিশ্বাস আমার ডুবল ক্যা তরি।


সেই উঠুন তখন ঠকছি বিধায় ,
কখনো উঠুনে কারো যাওয়া হয়নি
সেই উঠুনের ক্ষত উঠুন সয়নি
সেই উঠুন অনেক বিরক্তে গড়ায়।


সেই ট্রনের সিটের পাশে বসা নেই
দেখলে ভয়ে নেমেছি দূরের যাত্রায়,
এক বিশ্বাস ভঙ্গের করণ বার্তায় ।
হারিয়ে গিয়েছে মন চলন্তটা সেই।



অন্তমিল,,, ক খখ ক