বেরিবাঁধ কূলে ঘরবাড়ি ছিলো কোথায় আমার বাড়ি,
নদীর গর্ভে চলছে সেখানে জেলে নৌকার সাড়ি
কূল হারা এই মানুষ এখন আমি পথে পথে ঘুরি


খোলা আকাশের আশ্রয়ে আজ হয়েছি যে যাযাবর
পরের জায়গা উকরাত থাকি আজ খাই লাথি চড়
আপন মানুষ চেনেনা এখন দুঃখেই-খেলে তুরি


যেখানে আমার ফসলের মাঠ সেখানে নদীর মাঝ
দুঃখের বোঝা বইতে বইতে কপালে পরছে ভাঁজ
যেখানে আমার পার সীমারেখা সেখানে নদীর চিহ্ন
সেখানেই আজ জল খেলা করে ব্যবধান যেন ভিন্ন
কূল হারা এই মানুষ এখন আমি পথে পথে ঘুরি