ভীষণ শৈত্যপ্রবাহে থরথরে কাঁপি,
শীতের পোশাক দিয়ে  হাতপা- মাপি।
ভীষণ অভাব আজ শীতের পোশাক
হিমশিম হাড় বলে মুখ চাপি রাখ।


শিশু আর বুড়োজন শীত পায় টের,
অঙ্গে যত জট বাঁধে শীত করে ঘের।
রক্তের জমাট বাঁধি হাতপা চ্যারায়,
হিমহিম শৈতবায়ু চাপিয়ে বেড়ায়।


গুরুজন বুড়োজন রাখি আজ খোঁজ
শৈত্যপ্রবাহে অঙ্গের বন্ধ সব সোর্স।
ভাবিলে হইবে কভু নিজেরও প্যারা,
ভাবিতে হইবে আর পথ লোক ক্যারা।


গরীব অনাথ যারা কুঁড়ে খায় বাসি,
কোথায় মাথা গুজায় এই আস্তা বাসী।


ছন্দ পায়ার।।