নির্দিষ্ট ভূখণ্ডে থাকি, চতুর্দিকে জলঘোলা,
সবুজে শ্যামার কোলে, এই দ্বীপাঞ্চল ভোলা।
অন্ন জেলার সংযুক্ত, ফারাক এইতো জেলা,
আছে নিজস্ব সাংস্কৃতি জীবন যাপনে মেলা।


সোনালী ইলিশ ধরে মেঘনার ভরা জালে,
মনের চাহিদা মেটে‌ ধরে মাছ কালে কালে।
মাঠঘাটে ফসলের করায়‌ হাঁসি সংগ্রাম,
অপরূপ সৌন্দর্যতে লীলাভূমি অভিরাম।


কত জ্ঞানীগুণী এই জন্মেছেন‌ মহাকাল,
সর্বসেরা বীরশ্রেষ্ঠ ছেলে মোস্তফা কামাল।
তিনি আমাদের এই বাংলা দেশেরই গর্ব,
এই বীর সন্তানেই সর্বোচ্চ সন্তানে সর্ব।


আমাদের ভাষা যেন কত না সুন্দর কথা,
বইয়ের পৃষ্ঠা খুলে গল্পে মিলে যায় তথা।
মধুর আলাপে যেন কেউ ভরে যায় মন,
এ যেন শেকড়ে টান কথার গোড়াপত্তন ।


প্রকৃতির কোলাহল নিঃশ্বাসে চায়বা কারো,
ঘুরে যেতে পারে কেউ ভোলার এই প্রান্তরো।
নিজকে ফেরার যেন সবে শেকড়ের টানে,
সবুজে শ্যামার কোলে এসো বলি গানে গানে।