পাপ প্রতিষ্ঠা দেখতে পারি না পাপের প্রতিষ্ঠান
জুলুমের রীতি উচ্চ করিয়ে কারা আনে সম্মান,
বিকৃত মাথা স্বীকৃতি কেনো মিথ্যা তোমার গান
টুপি পাঞ্জাবি ফতুয়া শার্টে থাকেন কী? আর ঈমান।


সত্যের বানী সমাজে শোনাও আস্ত জালেম স্বয়ং
তেজি কুত্তার মত আচরণ মস্তক পচা গন্ধে,
অপরাধে গিয়ে সাহস জোগায় আস্তে অজান্তে
উন্মুক্ত হোক সাধু শয়তানে দূষিত বিবেক মন্দে।


এক পাপে তার হাজার পাপের করে প্রতিষ্ঠান
ধীরে ধীরে লোক ভর্তি করায় মগজের পেরেশান,
দূষিত রক্ত দূষিত মগজ ধোলাই হয়না কেন?
সভ্য জাতিকে জানাতে চাচ্ছি ভণ্ডের জাগরণ।


বিবেক পচার গন্ধে সমাজ মাতাল পরিবেশ,
ময়লা কয়লা গন্ধ হারায় বিবেক পচার গন্ধে,
জালেমর আছে হাজার বুদ্ধি নানা কৌশল রূপ
নিজ অপরাধ হবে কী স্বীকার শাক ঢাকা মাছ বন্দে।