আমি এক ক্লান্ত ছেড়া পথের সান্নিধ্যে
চলি মনে মনে বলি অদৃষ্ট  তটিনী
ভাটা পড়ে আছে মোর চোখেরই মধ্যে।


কত সুর উঠে আমি  নিস্তব্ধ কলোনি।
একা থেকে আরো একা মোর সঙ্গী নাই
অযোগ্য  খাতা বালিশ উপমার মত,
নিজেকে ভেবেছি আমি তাহারি বর্তাই
এপিঠে ওপিঠে এল্যা আমি একা টাই।
জন্ম থেকে একা আমি মার স্নেহ মুর্ছা
বাবাটা এলোপাতাড়ি ভাই কুতীব্র
আজ সঙ্গীনির দাশ আমার প্রচ্ছায়
কাউকে মিষ্টি বাক্যর কথাটাও তীব্র।


কেউকে আপন করে ডাকার ভাষাটি
আমার মাজারে সৃষ্টি হয়নি কখনো
কেউকে আপন ভেবে পর হয়ে গেছি
একটু বুঝেনি মোরে আরো একা চলি।
এই পথে এই মাঠে আমি কেব একা
আরো একা কত একা একা থেকে একা।


আমার আয়না আমি নিজকেই চিনি
আমার স্রষ্টাকে চিনি হয়  স্রষ্টে দেখা।


আমি আমার স্রষ্টাকে ডাকার কৌশলে
এই পথে একা চলি স্রষ্টার সৃষ্টির
বাকি সকল সৃষ্টি আমারও বন্ধু
তারপরও আমি একা একা থেকে একা।
আমার এ চিত্কার আমি শুনি শুধু
আর কেউ শুনে নাই শুনতে পায়নি।