বিশ্বটাকে পেয়ে এখন হাতের মুঠোয়
বিশ্ব কূলটা ভেবে ধারে কাছে,
গুগল ম্যাপের স্ট্রিট ভিউর হেঁটে চলি
হরেক রকম ছুটিয়ে‌ চোখে ভাসে।


নিউজ ফিডে লেখে যাচ্ছি যা মনে চায়
কলম ছাড়া করছি টুকিটাকি,
স্মার্ট ফোনেই বানিয়ে বাড়ি ঘর
আলো থাকলে সেথায় ডুবে থাকি।


বদলে গেছে অনেক কিছু এখন
আরও কতো আসবে নিত্য নতুন,
যে গুলো ওই কল্পনাতে নেই
আদি কালের কাঠ পাবেন ঘুণ।


বিশ্ব টাকে লাইভে নিয়ে দেখবে
একই সাথে দেখবে বিশ্ব পায়ের চলা,
মাথার উপর থাকবে লাইভ কাস্ট
থাকবে না আর গোচরে মোচড়ে বলা।


কবিতা ২//


বিশ্ব টাকে পেয়ে হাতের মুঠোয়
সারাদিনে করি ঘাঁটাঘাঁটি,
কাকে ছেড়ে কার সাথে যাই
কাকে নিয়ে কোন পথেতে হাঁটি।


ফেসবুকের বন্ধু কাউকে করে
ভুলে যাচ্ছি কাছের মানুষ টা,
ভার্চুয়ালে আস্তা নিয়ে ডুবি
আসল নকল যাচ্ছি ভুলে তা।


এক মিনিটে খুঁজে পাচ্ছি তাঁকে
দেশ বিদেশে নেই টেনশন আর,
মনের ভেতর আবেগ ভরাডুবি
অপেক্ষাতে কমছে সমাচার।


মানুষ চাইতো এমন দিনটা আসুক
এখন আরও বিশ্বাস খেলো ঘুণে,
ভালো বাসা হয়ে গেছে মুখের
দিতে চাচ্ছে মুখেই কালি চুনে।