লটকে আছি শনির ডালে আটকে আছে হাসি
ময়লা কয়লা ডাস্টবিনে আজ আমি সাঁতরে ভাসি।
ডুবছি আমি গন্ধ পচায় সারা শরীর কাটে,
আমি যেনো ব্যর্থ মাঝি নৌকা চালাই ঘাটে।


দৃষ্টি দোলায় কৃষ্টি কুটুম করছে সারা ঘ্যাং,
দেখতে যেনো মানুষ মানুষ কথা ব্যাঙ্গ ব্যাঙ।
কান নিয়েছে চিলে কোঠায় চলছে কানাকানি,
কানের গোড়ায় কান রয়েছে আমি ঠিকই জানি।


আটকে আছি কু দৃষ্টিতে মারছে বুকে লাথি,
আমার যেনে পিঁপড়ার জীবন ওরা সবাই হাতি।
আটকে আছি অভাব বৃত্তে স্নেহ মায়ার হাঁটে,
চেনা মুখোশ ঘুণপোকা এক  আমার চিত্ত কাটে।