বিশ্বাস কমে গিয়েছে বলেই
সুখ দুখ নিয়ে থাকি চুপচাপ,
মনের দুয়ার খুলে দেখি সব
বাহিরে কেবল ঝাপসার ভাব।


সুখ দুখ ভাগাভাগি আজ বেমালুম
নিজেকে উপ্রে তোলবার পেরেশানে
একা একা চলে মানুষ হগল
মানুষের নাই কোনো মানুষের টানে।


বিশ্বাস কমে গিয়েছে বলেই
প্রতারণা দায় গোত্রে দুভাগ,
অকারণে রেগে দেখায় মেজাজ
দশচোর মিলে বাঁধে মৌচাক।


আগের দিনের মানুষের মন
সহজ সরল ছিল সবদিক,
হারামী মানুষ খুব ছিল কম
বিশ্বাস করে হইত সাদিক।


সহজ সরল পরিচয় মেলে
তাকে নিয়ে লোক ঠাট্রা করায়,
সরলতা আজ মূল্য হীনতা
আপন ভুলেই পরকে জড়ায়।


বিশ্বাস হয় নারীদের প্রতি
তারাও দেখছি দুয়ার ভাঙছে,
তারাও আজকে খেলা করে থাকে
বিশ্বাস এর পাঁজর ভাঙছে।।


কেউ ভাঙে ঘর কেউ ভাঙে চুড়ি
কেউ কেউ হেসে কেউ ভাঙে মন
কেউ বিশ্বাসে মারে চাবু ছুরি
কেউ প্রতিশোধে ডুবছে এমন।