বিশ্বকাপের বীজ বুনেছে বীজ ছিল যে চিটা,
মুছে গেছে চেতনার সাধ যা ছিলো তার মিঠা।
বিশ্বকাপের দৃশ্য দেখে লাগছে বড় তুচ্ছ,
দক্ষ নাকি ঘোড়ার যে ডিম? আগাছার এক গুচ্ছ।


বিশ্ব জুড়ে কোনঠাসাতে আমরা পড়ছি মুখে,
কর্মকর্তা লুকিয়ে আছে ঘরের মধ্যে সুখে।
মেধা দেখে বিচার হয়না হয়েছে রাজনীতি,
মরা গাছে পানি ঢেলে দেখার সোনার প্রীতি।


বেতন ভাতা ঠিকই পাবেন দলে যদি থাকেন,
একদিন ভালো খেললেই পরে পাকা ভুক্ত হবেন।
তারপরেতে গোল্লা খাবেন ব্যর্থ দিয়ে ঘেরা,
বেদরকারে ভালো খেলে তিনি নাকি সেরা।


ব্যক্তিক অর্জন লাভ হয়েছে বেতন এবার পাবে,
দেশের অর্জন কি হয়েছে? তোমার অর্জন লাভে।
দেশের অর্জন না হলে ভাই তোমার অর্জন ছাই,
তোমার নামের সুনাম করতে আমি সেথায় নাই।


ঋতু আসে ঋতু যাচ্ছে মাসের পরে বছর,
কর্মকর্তার বাতিল হয়না কাটে না আর গোচর।
বিশ্ব জুড়ে হুমকি দিয়ে বিশ্বকাপ কি জিতে?
ব্যর্থতাতে বাংলাদেশ আজ বিশ্বতলানিতে।