বঙ্গবন্ধুর সৈনিক খুঁজি স্বাস্থ্য খাতে,
সব অনিয়ম ভেঙে দিবে একটি হাতে।
বঙ্গবন্ধুর সৈনিক খুঁজি শিক্ষা খাতে,
সব অনিয়ম ভেঙে দেবে একটি হাতে।
বঙ্গবন্ধুর সৈনিক খুঁজি অর্থ খাতে
সব অনিয়ম ভেঙে দেবে একটি হাতে।
বঙ্গবন্ধুর সৈনিক খুঁজি বস্তু খাতে,
সব অনিয়ম ভেঙে দেবে একটি হাতে।
বঙ্গবন্ধুর সৈনিক খুঁজি খাদ্য খাতে
সব অনিয়ম ভেঙে দেবে একটি হাতে।
বঙ্গবন্ধু হারিয়ে আমার দুর্ভাগা এই জাতি,
অনিয়মের সামনে বসে মস্ত একটা হাতি।


বুক ভরা যার দেশ-চেতনা মুখে অটল হাসি,
সব অনিয়ম চূর্ণ দিয়ে বাংলা ভালোবাসি।
সবার তরে সমান সুযোগ নাই ব্যবধান কারো,
এমন একজন মানুষ নিয়ে দেশটা তুমি গড়ো।


দুর্নীতি আর জালিয়াতি পাবে না আর ঠাঁই,
এগিয়ে যাবে সোনার বাংলা কামনা জানাই।
দেশের মানুষ থাকলে ভালো মাথা উঁচিয়ে ধরে
বিশ্ববাসী প্রেমে পড়বে বাংলা বুকে করে।


তিরিশ লক্ষ রক্ত জীবন যাদের দামে দেশ!
বাংলা আমার অনেক প্রিয়ো ভালো পরিবেশ।
স্বাধীনতার চেতনা কে ভুলে যেতে জানে,
ঠাঁই দিওনা দেশের খাতে তারে কোনখানে।


ধর্ম বর্ণ নির্বিশেষে থাকবে সবাই ভালো,
স্বস্তি নিয়ে থাকবে মানুষ পেয়ে দেশের আলো।
কবে হবে সোনার বাংলা সেই অপেক্ষায় আছি,
শুনছি কেনো অনিয়মের খকখক সেই কাঁশি।