স্বজন হারা বেদনা কে বুঝে কজন লোক,
যে হারালো মা বাবা, ভাই! সে জানে সেই শোক।
এক আকাশ ঐ দুঃখ নিয়ে করেন দেশের সেবা,
কন্যা যখন বঙ্গবন্ধুর তার মত হয় কেবা?


ঝড় বাদলের মাঝে যিনি মাথা উঁচু রাখে,
রাখে যদি আল্লাহ পাকে মারে কে আর তাকে।
মা হারালো বাপ হারালো হারাল তার ভাই ,
তাদের সাথে যারা ছিল কেউ যে আর নাই।


বাবা ছিলেন দেশ কারিগর শ্রেষ্ঠ ব্যক্তি এক,
জন্মেছিলেন এই দেশেতে বংশ তারই শেখ।
শত্রুর মুখে লড়াই করে ছিনিয়ে আনলেন দেশ
তাইতো সবাই স্বাধীন হলো আহ বেশ বেশ বেশ।


শুদ্ধ মনে একাই লড়ে দুঃখ চাঁপা দিয়ে,
জনগণের মঙ্গল করেন দৃঢ় প্রত্যয় নিয়ে।
বঙ্গবন্ধু বেঁচে থাকলে বড় হতো দেশ,,
হাল ধরেছেন তারই কন্যা এগিয়ে যাচ্ছে বেশ।