এক নক্ষত্র জ্বলছে বাংলার মাটি বলছে
আঁধার ছেড়ে এইতো হয়েছে সবুজ নীল,
হাজার ফুলের ধারে হয়েছে রাঙা সকাল
চষার মাঠের কথা উদ্যমী মন সুশীল।


নাম লিখেছে আকাশে এই বাংলার আকাশ
নাম লিখেছে বাগানে এই বাংলার বাগান,
নাম লিখেছে  নদীর বাংলায় নদীর নাম
পণ দিয়েছে জাতি কে জয় বাংলার শ্লোগান......।


সাত কোটির সংখ্যাতে ঝাঁপিয়ে পরেছে যুদ্ধে
বীর বাঙালি লড়াকু জীবন দিয়েছে পণে,
জাতির যুদ্ধে নায়ক প্রিয় জাতির জনক
তাকে কেবা করে যায়? অবজ্ঞা কাদের মনে?


বঙ্গবন্ধু কে করেছে !!যে লোক বাজে মন্তব্য
মায়ের সন্তান সে কি? এমন কোন বজ্জাত?
দেশের প্রেমিক নয় বঙ্গ জাতের কলঙ্ক,
বাঙালি জাতির নাম স্বীকৃতি যার সুবাদে.........


সবুজ ডাকা ভোরের পাখির সুরেই সুরে
থাকবে যত দিনের থাকবে তিনি শ্রদ্ধায়,
চলবে চির কালের সবুজ শ্যামল ছায়া...
জন্মভূমি বাংলাদেশ সৃষ্টির অগ্রযাত্রার..................


বাংলা চলবে চলবে তোমার  আদর্শ নিয়ে
তোমার নব সৈনিক আজ রয়েছে জাগ্রত
তুমি থাকবে বাংলায় প্রভাতী আলোর কাছে
খাঁটি মানুষের মনে যিনি অনন্ত গৃহিত...।।


মোঃ মুসার লেখা
শশীভূষণ চরফ্যাশন ভোলা ।
মোঃ মুসার কবিতা পড়তে গুগল সার্চ দিন