রোদের দাপট হয়ে বয়কট
বৃষ্টি ঝরায় মাঠে,
আলোর মলিন তলিয়ে গহীন
মেঘের মিছিল কাটে।


বাজায় ঘণ্টা থমকে বন টা
ময়ূর পেখম মেলে,
বোয়াল ট্যাংরা হয়েছ চ্যাংরা
যৌবন মনে খেলে।


পুকুরের ধার নাই খালি আর,
পেট আছে তার পুরা,
যে কচুরিপানা ফুলের বিছানা
আছে যেন ফুরফুরা।


কুনোব্যাঙ ডাকে চুপ করে থাকে
লাফ দেয় বাম ডান,
হয় যায় দলে অল্পের জলে,
সুখ মনে ধরে গান।