ঘুঘু ডাকা দুপুরে জল কমা পুকুরে
অচল পাতা পরে বিছানা গেছে ভরে,
সবুজ কচি পাতা গাছের জেগে মাথা
আসন বসে গেছে এ প্রকৃতির ঘরে।


গভীর বন নেত্ত গাছের ফাঁকে ফাঁকে
ঝিঁঝিঁ দল ছুটে  ডাকে মধুর সুরে,
কানের ঝালা পালা করেছে তবু বেশ!
প্রকৃতি চিরচেনা ফিরেছে পার ঘুরে।


শালিক সংসারে কুশ টেনেছে ধরে
বংশ বিস্তারে হয়েছে উদ্যোগে,
চুপচাপ বাতাস আকাশে ঘন নীল
চকচকে চাঁদের জোছনা যে সজাগে।


ইরি ধানের ক্ষেতে সবুজে হলো ঠাঁই
পাম্প ইনজিনে পানি তুলছে খালে,
একাকী মহানিশা শিশিরে শীত ঢালে
আর দুপুর গরমে দাঁড়িয়ে এই কালে।


সকলের ভিতরে নিজেকে খুঁজে পাই
দুয়ারে ফেলে গেছে ঋতু হাড় মাংস
গড়নে খুঁজে পাই  চিরচেনা বাঙলা
এটা আমার দেশ ,দেশের সারাংশ।


মোঃ মুসার লেখা
শশীভূষণ চরফ্যাশন ভোলা ।


মোঃ মুসার কবিতা পড়তে গুগল সার্চ দিন