আমার বাড়ি দুয়ার ঘেরে কত্ত রকম ফুল,
আমার বাড়ি সবার বাড়ি বসন্ত ব্যাকুল।
দক্ষিণ দিকে একটি বিলে খোলামেলা,
গ্রীষ্মকালে হাওয়া ভীষণ করে খেলা।


কেরে ঠেকায় আমার বাড়ি মাগনা হওয়া,
আমার বাড়ির আহার জোটে মাগনা খাওয়া।
আমার বাড়ির গাছের পাতা নাচে দোলে,
বৃক্ষ দেহে জড়িয়ে থেকে মায়ের কোলে।


আমার বাড়ি লাল শালিকে বাঁধছে বাসা,
ঘুঘু ডাকে মন ফুলিয়ে সুর কুকিলের পাশা।
ফুরফুরিয়ে মাগনা হওয়া বইছে জুড়ে,
উঠুন জুড়ে হলুদ গাঁদা ফুটছে ভুরে।
গোলাপ ফুলের গন্ধ আসে উঠাণ থেকে,
সরষে ফুলের গন্ধ ছেড়ে যাইনা রেখে।
শিশু কিশোর ফুল ছিড়িতে আসে বাড়ি,
গন্ধ আসে মাগনা হাওয়া দক্ষিণ যারি।