শহীদ তোমার নাম হয়েছে বিশ্ব তোমায় ডাকে,
তোমার সন্তান বুক চেতনা বিশ্ব জয়ও আঁকে।
হাসছে শিশু ভাসছে খুশি মারছে করতালি;
এই দানও কার কারণে তোমার চড়ন দুলি।
কি দেখাল বিশ্ব মুখে হাসির ঝরা থামছে কই!
আমরা কি আর পিছু পড়ে বিশ্বের বুকে পড়ে রই।


তোমার জয়ে বিশ্ব জয়ী তোমার অহংকার,
ঘুমিয়ে আছো মাটির বুকে দান করেছে তর।
তোমার দানে সবুজ হাসে  গ্রীষ্ম বরষা মেখে,
তোমার কষ্টের ফসল খানি বিশ্ব স্বপ্ন দেখে।


বাংলা খানি করেছ এই  মোদের অহংকার
লক্ষ্য লক্ষ্য প্রাণ ঝরিয়ে দিছো অধিকার।
দামামা হামাম অত্যাচারে করছ তুমি নিপাত,
দেশ দিয়েছ কাল দিয়েছ মুছলে অশ্রু পাত।
সত্য ন্যয়ের  সন্তান তোমার চালায় বিশ্ব যুদ্ধ
দেহে যুদ্ধে জয় তুলিছে নিন্দুক ভীষণ ক্ষুদ্ধ।