তোমাদের থেকে অনেক অনেক দূরেই এসেছি
আমার তো কম ভাঙলে না আর!!
প্রথমে ভাঙলে আমার স্বপন তারপর ভেঙে
চুরমার করে ভাঙলে শরীর।


এরপরে যে তো ভাঙলে আমার যত বিশ্বাস
এরপরে তারা ভাঙলে আমার পথের রাস্তা
এরপরে যে তো ভাঙলে আমার গৃহের চালা


মানুষের কাছে যতটুকু আমি পেয়েছি যে প্রেম
সবটুকু ভেঙে উপর তুলেই আছাড় মারলে
কাঁচের তৈরি জিনিসের মত।


আমার চোখের কাছে মনেহয় ভেঙেচুরে
ওই একটা আকাশ মাথার উপর চেপেই ধরলো


তারপর ওই ভাঙলে আমার সবচেয়ে বেশি
সবচেয়ে বেশি সবচেয়ে খুব
প্রিয়তমা তরে বসবাস করা মনের বাসনা
সমাজের কাছে আমি নিত্যান্ত এক অসহায়
রওনা দিলাম কোন ্ গন্তব্যে এর উদ্দেশ্য


যখন আমার মাতৃভূমি কে ছেড়ে আসতেছি
ঘরের দরজা ফাঁক দিয়ে দেখি দোয়েল ,শালিক
অনেক রকম পাখি ড্যাব ড্যাব তাকিয়ে রয়েছে


কলমি লতায় তাকিয়ে রয়েছে পলকে একবিন্দুর
চোখের অশ্রু ঝরিয়ে বলেছি ভালো থেকো খুব
জন্মভূমিকে বলেছি আমাকে ক্ষমা করে দিছ
অনেক অনেক ভালোবাসি তোকে