ভালোবাসি দেশ ভালোবাসি মাটি,
ভালোবাসি আমি যেই পথে হাঁটি।
সবুজ শ্যামলে প্রকৃতির কোলে,
নয়নাভিরাম লাবণ্য দোলে।


বুক ভরা শ্বাস নিয়ে নিঃশ্বাস
মাঠ কথা কয় গগন খোলায়,
চারদিকে নদী ফসল অবধি
জন্ম দ্বীপের মাগো যে ভোলায়।
ভালোবাসি মাঠ ভালোবাসি পথ
ভালোবাসি এই দেশ,
ভালোবাসি এই মেঘনার কোলে
গড়ে ওঠা পরিবেশ।


তাজা তাজা মাছ অঢেল অঢেল
অতিথি পাখিও যুবক ঘাসের,
দিঘী কাটা বাড়ি এখানে ওখানে
ফুলে ফুলে ঢেউ চাষার চাষের।


গ্রামীণ খেলায় ভোমর মেলায়
প্রজাপতি উড়ে কাছে বহুদূরে,
ভালোবেসে আমি দিয়ে যাই ম্যানশন,
উপজেলা হলো চিরচেনা সেই
আমার চরফ্যাশন।


নির্জন বায়ু ডাকে কোলাহল
শহুরের ছোঁয়া উন্নত দোয়া,
জড়িয়ে প্রকৃতি দিয়েছে ভক্তি...
যে যাই বলুক হৃদয়ের ছোঁয়া।