দেখিনি স্বর্গ পৃথিবীর কাছে
আমিত দেখেছি এক,
মায়াবিনী পরী চন্দ্রাবতী
সমরাজে-অর্ধেক।


দেখেনি চন্দ্র পায়ের কাছেত
লুটিয়ে কখনো পরে,
দেখেছি জোছনা সারা রাত্রির
এমন বিছিয়ে ঝরে।


রাতের ওজনে দিনের মাঠকে
পালালে জোছনা দোর,
চন্দ্রাবতী সুধার ঝলকে
সারাটা ঘর প্রহর।


স্বর্গ দেখেছি তাহার ভেতরে
দেখেছি  চন্দ্র মুখ,
চাইনা এখন চন্দ্র কিরণ
এত স্বর্গের সুখ।


চন্দ্রাবতী থাকলে গৃহে
লাগেনা আমার স্বর্গ।