দুঃখ যত তাড়িয়ে দেই আবার এসে চরে ঘার,
এই খানেতে বসতবাড়ি মাঝখানে তার সাক্ষাৎকার,
ওপার দেখি সুখের বাড়ি মাঝখানে তার সাকো
এপার আমি বসে থাকি কবে হব ওপার পার।


আমার ঘরে অভাব ভীষণ অভাব  খাবার ভাত
অভাব আমার শুয়ে থাকা অভাব ঘুমের হাট,
অভাব আমার দালানকোঠা অভাব‌ খাটের পালঙ্ক
অভাব আমার মনের ভিতর‌ শান্তিতে সংঘাত।


যাকে আমি তাড়িয়ে দেই  আমার কাছে ঘিরে
দুঃখ যত তাড়াই তবু দুঃখ আমায় ছিঁড়ে
ছিড়তে ছিড়তে দেহের আমার গায়ে নাইত তেনা
তাইতো আমি দুঃখীর পাশে আমার কথা ঘীরে।