বয়স তোমার পঞ্চাশ হলো কত আছ ভালো?
তোমার শরীর শকুন এখনো ছিঁড়ে ছিঁড়ে খায়,
এখনো মানুষ অত্যাচারির  যন্ত্রণা সয়
এখনো মানুষ মুক্তির দাবি মনে মনে চায়।


কথা ছিলো নাকি স্বাধীনের পরে আরও রক্ত যাবে
দেশের ভিতর শান্তি বজায় রাখতে কঠিন হবে,
জানা ছিলো নাকি দেশের মানুষ মুক্তি হবেই নাকো
তাইলে কি আর স্বাধীনতা জুড়ে প্রাণ দিতে সেই কবে।


এখনো মানুষ সু শাসনেরই পাচ্ছে কখন সুফল!
পাক বাহিনীর রেস এখনও শাসন বজায় সায়,
এখনো মানুষ করে হানাহানি জুলুম করেই চলে
এখনো দেশের দূর্বলে মার খেয়েই কেবল যায়।


রাহাজানি করে মাঠে ঘাটে ওই সরল লোকের দ্বার
রাজনীতি এর নেতা পেতা গুলো চুষে খায়‌ থলি,
মাঠে পরা ঘামে টাকার অংক সিস্টেমে লুটে নেয়
এখনো মানুষ মারামারি আর করে দলাদলি।


এখনো গরিবে দুঃখীর ঘরে ভাতের পাতিল উনা
এখনো ছাত্র চাকরির আশা ছেড়ে ফিরে আয়ে,
এখনো মানুষ খাদ্য দ্রব্য কিনতে কপাল থোকা,
এখনো অনেক টাকার অভাবে রোগী মরে যায়ে।


এখনো দুষ্টে নারী সমাজের বেহাল দশায় করে
ঘৃণিত আর নর পশুদের চোখ দেখি লাল লাল,
এখনো অনেক মানবাধিকার প্রশ্নে তুলেই বলে
শান্তি কোথায় মানুষ কোথায় নিরাপত্তা বেহাল।।


এখনো দেশের সম্পদ লুটে বিদেশেই বাড়ি করে
এখনো মানুষ আহাজারি করে একটু শান্তি পেতে,
এখনো অনেক দেশ বিরোধীর দেশ পরাধীন চায়
এখনো দেশের কৃষক মজুর ন্যায্য পায়না খেতে।।



কবিতা ২
বাংলার স্বাধীনতার আজ সুবর্ণ জয়ন্তী!
বয়স তোমার পূর্ণ হলো পঞ্চাশ বছর!
মুক্তির স্বাদ পেয়েছ তুমি পঞ্চাশ বছর
বাংলার দুয়ারে তুমি কতটুকু শান্তি দিলে???
স্বাধীনতা তোমাকেই আজ প্রশ্ন করলাম
কতজনে স্বাধীনতা বলো বুকে করে আছে?
কতজনে মুক্তিযুদ্ধ স্মরণ করে চলেছে
তোমার কাছে আমার এমন প্রশ্নেই আছে।।
পরাধীনতা অধীনে সেই তুমি এসেছিলে
যেই অধিকার টুকু দিতে না পাক বাহিনী
তুমি দিয়েছে সেটুকু বলো স্বাধীনতা তুমি?
সরল সহজ জনে নিরাপত্তা দিতে পারো?
তোমার দুয়ারে কেন? দুর্নীতি বাজের আড্ডা
তোমার দুয়ারে কেন? হে অমানুষের ঘাঁটি,
তোমার দুয়ারে কেন? নারী নিরাপত্তা হীন
তোমার দুয়ারে কেন? পুলিশেও আস্তা নেই।
তুমি কি পেরেছ এই বাঙালিকে মুক্তি দিতে
তোমার দুয়ারে কেনো, মুক্তি দাতারও শেষ
তোমার দুয়ারে হলো শেখ মুজিবুর মৃত্যু
কেমন জাতি তোমার কেমন নিষ্ঠুর জাতি।
তুমি এত রক্ত প্রাণ ঝরিয়ে ঝরিয়ে এলে
তারপর এই দেশে ফের রক্তপাত হয়??
রক্তে প্রাণ যার নেই তার স্বাধীনতা নেই
দেশের অপকর্মের শহীদে অবমাননা।
আজ সুবর্ণ জয়ন্তী যদি হতো শান্তিময়
কতনা ভালো লাগত হৃদয়ে প্রশান্তি হত
পঞ্চাশ বছর শুনে কতনা ভালো লেগেছে
যদি তোমার দেশের সবে অধিকার পেত ।