শকুন চাইল মরুক গরু গরু চাইল বাঁচার,
দুইয়ে মিলে থাবাথাবি এক নিদারুণ আচার।
শকুন বলে মররে শালা  আমি খাব তোরে
দয়ার দাবি কুন্ঠা মারি অভিশাপ মার ওরে।
গরু বলে খোদা বাঁচাও নিরীহ এই প্রাণী
আমার জীবন ভরা দুর্বল মূল্য আমি জানি।


গরু বলে হিংস্র প্রাণে করে করুণ  বানী।
দুইয়ে মিলে শুধু করছে জীবন টানাটানি।
গরু আছে মাঠের কাছে শকুন গাছের ডালে,
শকুন দারুণ করে চিন্তা মরবে কোনই কালে।
বারে বারে ছোবল মারে মররে শালার গরু
শকুন বলে তোরে খাব খারে লতাতরু।
শকুন বড় হিংস্র চোখে টা করে কুনজর
গরু চাইল বাচাঁর দোয়া আর ধরিসনা ওজোর।
গরু তাহার স্রষ্টা মানে নিজের উপাসনা
শকুন তাহার মানে স্রষ্টা তার মনবাসনা।


ঠেলাঠেলি দোয়া দুরদ কেনে গরু মরলনা
ওর দোয়াতে উপাসনা ভাঙার জোগা কল্পনা।
বুদ্ধি করে শকুন কুড়িয়ে আনে দাহ্য আগ্নি,
পুড়িয়ে দিলে মরবে গরু খুদার হলো লগ্নি।
পুড়িয়ে দিল গরুর কাবা আসল গরু ছুটে
তখন দেখি শকুন গুলি গরু খেল লুটে।