দেশের বুকে আবার বঙ্গবন্ধু দরকার
গরিব দুঃখীর উঠে হুহু ফের হাহাকার!
রাজনীতি ব্যক্তি নয় জাতির অভিভাবক,
সরল সহজ সবে শেখ মুজিবুর লোক।


দেশের বুকে আবার বঙ্গবন্ধু দরকার,
দুর্নীতি ঘুষ জমেছে আড্ডা খানা দরবার।
গরিব দুঃখী সংকট খেয়ে জীবন বাঁচার,
দেশের এই সংকটে বঙ্গবন্ধু দরকার।


দালাল পেতেছে জাল মানুষ হলো স্বীকার,
মুখে মুখে সাধুবাদ কাজের ভিন্ন আচার......।
মানুষ খুঁজে পাচ্ছেনা আজ  নিজ অধিকার,
মনে মনে খুঁজে যাচ্ছে বঙ্গবন্ধু দরকার।


কদমে কদমে ব্যথা করে দীর্ঘ নীরবতা
গরিব চুষে দালাল কে বা শুনে কার কথা
মানুষ খুঁজছে মুক্তি দেশের বুকে আবার
একাত্তরে সৈন্য সেনা বঙ্গবন্ধু দরকার।