তুমি এসো সভ্যতার প্রফুল্ল কাতরে
তুমি এসো যে আমার ধ্যান কল্পনায়।
সব কাল সব বেদ সবটুকু ছিঁড়ে
তুমি এসো আমারই মঠ আঙিনায়।


তুমি এসো স্বপ্ন জুড়ে এসো কল্প দেশে
এ বাস্তবতার মাঝে অদেখা চিত্তের
সময়ে অসময়ের ঐ, কী সব সময়
যেথায় থেকেছ তুমি হৃদয় বৃত্তের ।

তুমি এসো ইচ্ছে পায় কর্ষণ পরশে
নিজ আয়নার মুখে সংসারের দাশে
সঙ্গিনীর কামরাতে চলে এসো তুমি
তুমি এসে যাও নিজ অভিলাষে।


যেখানে কাটায় রাত চন্দ্রিমার গ্রাম,
যেখানে উদিত হয় পুষ্পা সূর্যদ্বয়,
যেখানে কোলাহলের পাখির গুঞ্জন
যেখানে পোহায় রাত সমমৃদ্ব ময়।


যেখানে ফিরে পাইবা হৃদয়ের চিত্ত
যেথা হয় তার জয় অবুঝ প্রণয়!
যেখানে রইছ তুমি প্রথম অধ্যায়
চলে এসে তুমি পায় চিত্তের সাড়ায়।