শকুন চায় গরু মরুক
গরু চাচ্ছে বাঁচি,
গরুর প্রাণে শাপে শকুন
সাথে ঘেরাও মাছি।


খোদা এবার কোন মুখের
সদয় হবে মনে,
মরবে গরু নাকি শকুন
আহার না- নিষ্প্রাণে।


ধান পেকেছে দল উদয়ে
মানুষ করে ভাত,
ধান চেয়েছে বংশ ধারা
বেড়ে যাপক জাত।


খোদা এবার কোন দিকে তে
দুয়ার খুলে দেবে,
দুই কূলের মালিক তিনি
পায় না খোদা ভেবে।


হরিণ বলে বাঁচাও খোদা
বাঘ খুঁজেছে আহার,
দুই জীবনে হক রয়েছে
একটু বেঁচে থাকার।


নবী যখন রাস্তা দিয়ে
হেটে যাচ্ছে হেথা,
একটি সাপে ব্যাঙ ধরেছে
ব্যাঙ বলেছে ব্যথা।


নবী বাঁচাও আমায় তুমি
খোদার দয়া খেটে,
সাপ বলল ওহ নবী গো
আহার নাই পেটে।


নবী এবার বলে তাদের
দুই জনেই শোনো
ছেড়ো না সাপ নড়ো না ব্যাঙ
সময় শুধু গোনো।


ব্যাঙ নড়েনি সাপ বুঝেছে
ব্যাঙ গিয়েছ মরে,
সাপ এবার বুঝছে আহা
খাওয়া এলো ওরে।


ব্যাঙ এবার ছাড়া পেয়েই
লাফিয়ে গেল চলে
ছেড়ে দেওয়া ভুল ছিলো যে
ভুলের গেছে তলে ।