দুই দলে আছি একদল হলো মাটির মানুষ
আর একদল হলো অমানুষ,
মানুষের দলে প্রবেশ করলে ভেতরের পিঠে
নিজের স্বস্তি ‌ বোধ খুঁজে পাই


অমানুষ দের দলে ঢোকলেই
শকুনের চোখ খামুশের নখ
হিংস্র মুখোশ মানুষ সুরত
দেখে স্বস্তির কথা ভুলে যাই


অমানুষ দের দলে প্রবেশের কিছুক্ষণ পর
মানুষের কথা মনে পরে যায় কেমন মানুষ?
আর অমানুষ কেমন দৃশ্য সে প্রতিবিম্ব।


মানুষের মাঝে যখনই মিশি সেখানে থাকতে
অনেক ইচ্ছে করে
তাদের মতোই মানুষের সেই উজ্জ্বল রূপে
প্রকাশ করতে ইচ্ছে করায়।
অমানুষে ঘাটে যখন প্রবেশ দেখি শুধু দেখি
এক আচরণে পালাতেই চাই
ওদের জায়গা ছেড়ে।।


অত্যাচারীর শকুনে মৃত্যু নেমেই আসলে আবারো নামবে পৃথিবীতে কোলাহল,
এই আগামীর পূর্বাভাসের সংকেত দেবে
ঈশান কোণের, মানুষত্ব ঘরে
এখানে ধ্বংস স্তব থেকে হবে সবুজ অরণ্য
শান্ত হবেই আসল পৃথিবী হয়তো পৃথিবী
জুলুমেরা রক্ষা পায়নি আগেও
কোনো ইতিহাসে,