দুঃখকে বলি দূরে সরে যাও
দুঃখ আমার করে ঘেঁষাঘেঁষি,
সুখকে বলছি থাকো কাছাকাছি
তুমি কেন নও তার চেয়ে বেশি।


সুখকে বলছি মানুষের সাথে
কিসে শত্রুতা তোমারই ভরা,
সুখ সুখ কাঁদে তবুও দেওনা
দেওনা একটু অল্পেও ধরা।


দুঃখ তাড়াই লাঠিসোটা দিয়ে
তবুও দুঃখ ছাড়ে না পিছুতে,
দুঃখ বড়ই বেয়াড়া বেহায়া
পিছু ছাড়বেনা লোকের কিছুতে।


সুখকে বলেছি তুমি মিশে যাও
আমার অঙ্গে উঠতে বসতে,
চলার খাওয়া ঘুমের বালিশে
রাতের বেলায় কষতে কষতে।


সুখকে বলেছি তুমি চুমু খাও
আমার কপালে আমার হস্তে
সুখকে বলেছি দুঃখ হঠাও
এবারই করজোড় ওয়াস্তে।