তোমার কি আর আমায় মনে লয়ে
একটুখানি জানাও যদি তাতে,
নাকি এমন অভিমানে গাল ফুলিয়ে
রাগ গলিয়ে থাকো আমার সাথে।


না পারি আর ছাড়তে তোমায় মূলে
না পারি আর ধরতে তোমায়,
না পারি আর তোমায় যেতে ভুলে
দূরত্ব কি যে অসহায়।


আমার মনে তোমায় কেবল লয়ে
আশেপাশে যা-কিছু-ঐ মনে নাকো ধরে,
হারিয়ে যাবে ভাবতে শুরু করলে
হঠাৎ করে দগ্ধ হয়ে জ্বরে শরীর পুড়ে।


মাঝেমাঝে এত আপন লাগে
স্বর্গ এসে দাঁড়িয়ে যায় চোখে,
যা কিছু ঐ করে মিথ্যা
যায় রে ধুয়ে কল্পনার আলোকে।


উৎসর্গ, প্রিয়তে সুমাইয়া শারমিন