দগ্ধ দূষিত আঠা পরিবেশে আমি আছি ডুবে,
ভোরের সূর্য ছোঁয়না কপালে উঠে যেই পুবে।
দূষিত চিন্তা দূষিত বিবেকে নিয়ে পরিবার,
অসুস্থ মনে ঘরে ঘরে করে দূষিত বিচার।


এক পরিবারে  আছে কেউ হয় ভারী এক বোঝা,
বিষহীন দেহে বিষ নামাতেই ডেকে আনে ওঝা।
সবুজ গাছের ভীষণ অভাব অভিমানী মাটি,
যেখানে মেলায় নোংরামি মুখে আছে যত ঘাঁটি।


সমাজের মুখে ভালো কথা বলে দেয়ই প্রলেপে,
মুখের আড়ালে মন্দের জয়ে গিলে খায় ছেপ।
এখানে দূষিত এর বিশ্বাসে যেন হয় সুখী
যারা ওই ভালো নেই কোন ঠাঁই ভুকতো-ভোগী।


স্বার্থের পিছু পিছু কিছু লোক হারিয়েছে দিশা,
সীমার বাইরে চলছে যখন হয় মেলামিশা।
এই যেন‌ এক বিবেক বুদ্ধি  লোপ পেয়ে পেয়ে,
দূষিত সমাজে হলো পরিণত ডালপালা খেয়ে।