মুখের খই ফোঁটা/ থামে কথা এখন/
হয়েছি ঘর কূলে/ যে মাটির পুতুল!
কানে ভাতের খোটা/ ধেয়ে আসে এই/
তুচ্ছ আলাপন/ ভাবি কি ছিলো ভুল।


অবৃত্তি জীবনে / কেউ নেই কাছের
কারো একাকির / ছিলাম সহদর/
নিজের স্বার্থের / করে পাঁয়তারা
নেবার বেলা আছে / দেয়াটা দুষ্কর।


ভেঙে গেছি একবার/ পরের উপকারে
সাল দুই হাজার/এগারোর সময়ে,
সেই কালে লস্কর/ ছিলাম একাধারে
উপকারে নিয়তি/ মুছে ক্ষতির ঘামে।


কেউ বুঝেছে আর/ না বুঝেছে আমার
সাপের বিষ জ্বালা/ আমি বুঝেছি তার
বুঝবে কি কখনো/ সাপে ছোঁয়ানি যারে
আমাকে বুঝি যেন সবচেয়ে আমার।