দুষ্ট মানব সুযোগ পেলে মুখোশ খুলে
লুকিয়ে থাকা আপন সত্তা করে বহিঃপ্রকাশ,
নিজের ভেতর এক গামলা ময়লা নিয়ে
ভদ্র লোকের আশে পাশে করে বসবাস।


লাল যেন এক চুলার আগুন যেনো মুখটি
আস্তে আস্তে কালো রঙটি সাদা করে,
সাদা টাকে করে কালো নিজ প্রাসাদ পায়
মন্দ সমাজ তৈরি করার ভোগে জ্বরে।


গ্যাং গোষ্ঠী তৈরিতে যেন আপনার লয়,
নিজের মত এক অপরাধ গোষ্ঠী বানায়,
কানে কানে মিথ্যা কথা ছড়িয়ে বেড়ায়
দুষ্ট মানব সুযোগ পেলে সমাজ চালায়।


এমন ভালো তৈরি করে বুঝা বড় দায়
দলাদলি লাগলে কারো তখন চেনা যায়
কে যে পাগল ধরা যে খায় কাজে কথায়
দুষ্ট লোকের বুদ্ধি বেশি সর্ব যায়গায়,,