এই অরণ্যে বিষাক্ত কোনো সাপ নেই
বিষাক্ত মানুষ আছে
যারা লুকিয়ে রয়েছে অদৃশ্য ছায়ায়
ছোবল দাঁত আক্রোশে।


এই অরণ্যে হিংস্রের পদচিহ্ন নেই
হিংস্রের মানুষ আছে
যাদের হুংকারে কাঁপে নিরীহ মানুষ
মুখ চেপে ধরে বাঁচে।


এই অরণ্যে প্রত্যেক উঠছে প্রভাতী
দেখার নেইতো সাধ্য,
এই অরণ্যে ফুটেছে ফুলের সৌরভ
সব ছাগলের খাদ্য।


এই অরণ্যে বাঘের গর্জন আসে না
মানুষে করে গর্জন,
নিজের ভালো চাইলে কঠিন বিপদ
ভালোকে করে বর্জন।


এই অরণ্যে বিষাক্ত কুকুর যে নেই
বিষাক্ত মানুষ আছে,
যারা হঠাৎ চেতে যায় ,ছোড়ে বিষ দাঁত
চিকিৎসা করে বাঁচে।



- মুসা