বাড়ির টানে, নারীর টানে
যাচ্ছি ছুটে গ্রামে,
চেয়ে থাকে পরিজনে
কখন ঘরে নামে।
মায়ের বাঁধন, আশীর্বাদে,
বধূর অভিমানে,
পথে পথে ব্যাকুল সুরে
টানছে আমায় টানে।
লঞ্চে বসে, বাসের ভিড়ে
ট্রেনে চড়ে আছি,
চোখের কোণে সুদূর পল্লী
মনের কাছাকাছি।
সেই উঠোনে, ঘরের দাওয়ায়
চেনা আলো ডাকে,
ডাকছে আমার ফুল, পাখিও
ছায়াবীথির বাঁকে।