একটি রাক্ষস ছিল গ্রামের ভিতর
নিজের সন্তান ধরে খেয়ে দিতো মুখে,
রাক্ষস মুখোশ বন্দি মানুষের মত
হিংস্রতা বুকে রাক্ষস তবু থাকে সুখে।


বড় ছানা খেয়ে দেয়ে কয়টা সবার
গোপনে সন্তান খেতো বানাতে খাবার,
একটি সন্তান তবে খায় না রাক্ষস
সেটা তবে প্রাণ প্রিয় হৃদয় উজাড়।


গিন্নি খেলো ছেলে খেলো বাকি খেতে চায়
রাক্ষুসে প্রিয় সন্তান সাহায্য বাড়ায়,
রাক্ষুস সন্তান এত দেয় কেন খোদা
উত্তর খুঁজে পাইনা হায় হায় হায়।


রাক্ষস আত্মীয় হয়, নিজ বোন মেয়ে
রাক্ষুসে সাথি সংসারে সম আগ্রাসন,
সাথে দিছে যোগদান প্রিয় পুত্র বঁধু
নিরীহ মানুষ বাঁচা বড় দায় ক্ষণ।