রিমঝিম দিনকাল কেটে গেল হায়;
অভিমুখে শীতাতপ গেঁটে গেল গায়।।
ফাল্গুনী কড়া নাড়ে দরজায় দরজায়!
ভোমরার গুনগুন আসবার পরজায়।
কৃষ্ণার জোড়া লালে ভরা ডাল পালা,
দেখবার চাহনিতে খুলে গেল তালা।


গাঁদা ফুল উঠুনের টপছাদ দখলে;
হাসি খুশি ফুলগাছ দেখছেন সকলে।
পাখি গায় বায়ু বায় ফুরফুর ছুতাছে;
কালো ঘেরা মেঘ এসে ভীর করে উতাসে।