প্রেমে পরলে বারণ তো নেই প্রেমে থাকে স্বর্গ,
ভুল প্রেমেতে নরকে নেয় জীবদ্দশায় অর্ঘ।
সরল পথে পবিত্র তায় রাখলে শরীর কোটা,
সেই ফরিয়াদ কবুল যে হয় ঝরলে অশ্রু ফোঁটা।


ভালো জীবন পেতে হলে ভালো পথে চলতে হয়,
খোলা আকাশ তার জন্যতে প্রতিদিনে খোলা রয়।
সামনে আসছে ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে,
ভাবছে লুচ্চা ,কি করা যায় বসে বসে দিন কষে।


লুচ্ছা বললে কম হয়ে যায় ওরা প্রেমিক বখাটে,
মিথ্যা প্রেমের ফাঁদ ফেলিয়া নোংরামিতে যা ঘটে।
যে মেয়েটি নিজের মূল্য চায়না নিজের বুঝতে,
তার মাঝেও ভালো কিছু যেওনা তুমি খুঁজতে।


সচ্ছ একটা প্রদীপ হলে ঘরের মধ্যে আলো হয়,
নষ্ট প্রদীপ ঘরে জ্বালো অন্ধকারি রয়ে যায়।
কুমার তুমি ভালো থেকো ভালো রেখো সমাজে
চরিত্র টা ভালো রাখার প্রার্থনার মন বিরাজে।


সার্চ ইঞ্জিনে সার্চ দিয়েছি খুঁজতে প্রেমের সংজ্ঞা,
লেখা আছে উল্টাপাল্টা চড়তে লাফাই চঙ্গা।
আমার মতে প্রেমের সংজ্ঞা লাইফস্টাইল ফলো,
দূরে থেকে যাচাই-বাছাই শেষে বিয়ে- হলো।