উচ্ছ্বসিত জনস্রোতে ধাবমান চোখ
সৃষ্টির প্রফুল্ল মনে স্মরণীয় কাজে,
সামিল হতে গিয়েছে আমাদের বন্ধু
ফিরেই আসেনি তুমি আমাদের মাঝে।


তামিম কথা ছিলোনা তুমি আসবেনা
ঘরেই তাকিয়ে আছে তোমার মা-জান,
ভাষা হারিয়ে ফেলেছি তোমাকেই ভেবে
তোমার বাবা আছিলো অপেক্ষয়মান।


খুনি পদ্মার দুহাতে করেছিলে শেষ
নির্দয় খুনি পদ্মার বুঝি দয়া নাই!
নৌকা থেকে ফেলে দিলো বেয়াদব ঢেউ
পদ্মা নদী তোর জন্য কোন ক্ষমা নাই।


তামিমের চোখ সেই সবুজ স্বপন
পদ্মা তুই দেখলিনা জীবন সংগ্রাম,
এক মিনিট নিমিত্তে দিয়ে আগ্রাসন
শেষ করে দিলি তার জীবনের দাম।


ভাইভা পরীক্ষা বোর্ডে কথা হলো তার
এই কথা শেষ কথা কেবা জানে আর?
হৃদয়ে ভেতরে টুকু হয় ভাঙচুর
উচ্ছ্বাস থেকে পেয়েছি এক হাহাকার।


( সহপাঠী তামিম উৎসর্গ করে লেখা
পদ্মা সেতু উদ্বোধনে দিন নৌকা ডুবির
নিখোঁজ হওয়ার পর আমাদের সহপাঠী
(আল আফছার তামিম)