অহংকার করিও না অহংকার পতনের
আগুনের মত পুড়ে  নিষ্য হয় দহনের,
মরুভূমি হয়ে যায় বৃক্ষ পাতা লতাটার
সইতে না পারা যায় দেহটার সহনের।


বড় বড় ভাব কর কিসের এ পরিচয়
পতনের মেলাভার ছায়া হবে বিপর্যয়,
ঠেলাদেও গার জোরে দেমাকেই চাটুকার
অহংকার করিলেই ডুববা এক পর্যায়।


অহংকার আছে থাক নিচুটে মন ভাবনা
অহংকার অক্ষতর রহিব চির তোমায়,
অহংকার ছাড়া ফের মূল্য নাই কিছু টায়
অহংকার যেন কভু অপরে কষ্ট না হয়।


নিজের মূলটি টিকে অহংকার ত বলেনা
আচরণ উচ্চতার ব্যথা পায় খাঁটি লোক,
যদি অমঙ্গল কারী কুপ্রভাব রটে চায়
সেটাকে স্বায়ত্ত নেয়া ভুল হবে পথালোক।


অহংকার করা ভালো নিজের কর্ম কাজের
কাজের অহংকারটি সাজে পথ ভাঁজে হায়,
ছোট্ট করে দেখা কারো মোটে কিছু ভালো নয়
তুমি বড় তাই বলে অহংকার কর তায়।